The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১৫ জুন ২০২৫

আপডেট: রবিবার, ১৫ জুন ২০২৫

গোপালগঞ্জে আ.লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

গোপালগঞ্জে আ.লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ থেকে কামরুজ্জামান কামাল মিয়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন।

কামরুজ্জামান কামাল বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। তবে হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় বর্তমানে সক্রিয় রাজনীতি চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না।’

তবে তার ছেলে তন্ময় মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু আওয়ামী লীগের সব নেতা পলাতক রয়েছে। তারপরও আমার বাবা পদত্যাগপত্রটি দ্রুত জমা দেওয়ার জন্য চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘বাবা শারীরিকভাবে অসুস্থ তাই তিনি আর রাজনীতিতে সময় দেবেন না। এখন সংসারে অবসর সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.