The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১৫ জুন ২০২৫

আপডেট: রবিবার, ১৫ জুন ২০২৫

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত বাসভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডে বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার যাত্রীর নাম মো. আলাউদ্দিন (৩০)। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের বাসিন্দা ও নোয়াখালী কোর্টের শিক্ষানবিশ আইনজীবী।

আলাউদ্দিন জানান, ‘পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনি বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে আসেন। নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও ঈদ উপলক্ষে কাউন্টার থেকে প্রতিজনের কাছে ৩০০ টাকা করে দাবি করা হয়। তিনি অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে কাউন্টারের দুই কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা গালাগাল ও মারধর করে। পরে আরও কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।’

তার দাবি, মারধরের সময় তার ভাইয়ের কাছ থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। নারী ও শিশু সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।

আলাউদ্দিন আরও বলেন, ‘পরে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে ও কোম্পানীগঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর কাছে অভিযোগ জানাতেও বাধা দেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। তবে সেনাবাহিনীর সদস্যরা বের হলে তারা পালিয়ে যায়।’

এ বিষয়ে বসুরহাট এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজহারুল হক তৌহিদ বলেন, ‘অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো যাত্রীকে মারধর করা হয়নি। তবে সামনের সিট নিয়ে যাত্রীদের সঙ্গে কিছু কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি। তাতে আমাদের দুজন কর্মচারীও আহত হয়েছেন। বর্তমানে বসুরহাট থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে কারণ চট্টগ্রাম থেকে বাসগুলো খালি আসে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.