The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

বুধবার, ১৮ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১৮ জুন ২০২৫

লক্ষ্মীপুরে টিনের চাল কেটে দোকানে ঢুকে মালামাল চুরি

লক্ষ্মীপুরে টিনের চাল কেটে দোকানে ঢুকে মালামাল চুরি

লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীরহাটে টিনের চাল কেটে দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ১৫টি নতুন মোবাইল, সিগারেট, নগদ অর্থসহ অন্তত ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। 

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে মৌলভীরহাটের ‘এরশাদ ভ্যারাইটিজ স্টোর ও টেলিকম’ দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে চারবার দোকানটিতে চুরি হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢোকে। পরে মালামাল চুরি করে পেছনের দরজা ভেঙে কৌশলে চলে যায়। 

এরশাদ ভ্যারাইটিজ স্টোর ও টেলিকমের স্বত্বাধিকারী মো. এরশাদ বলেন, ‘সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে এসে তালা খুলে দেখি, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১৫টি নতুন মোবাইল, সিগারেট, নগদ অর্থসহ প্রায়ই ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। 

এ নিয়ে আমার ভাড়া দোকানটিতে চারবার চুরি হলো। এর মধ্যে গত ছয় মাসের ব্যবধানে দুবার চুরি হয়। বাজারে কোনো নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেয় না। যার কারণে বারবার চুরি হয়।’ 

বাজারের ব্যবসায়ীরা বলছেন, মৌলভীরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও রাতে নিরাপত্তা প্রহরী না থাকায় বাজারের দোকানগুলোতে চুরি হয়। এ নিয়ে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। প্রায়ই বাজারের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া সদর থানাধীন এলাকা হলেও থানা থেকে প্রায়ই ১৮-২০ কিলোমিটার বাজারটির অবস্থান। 

লক্ষ্মীপুর সদর মডেল ওসি মো.আব্দুল মোন্নাফ বলেন, ‘ওই দোকানে চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.