The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে কারখানায় ডাকাতি

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে কারখানায় ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈরে ‘সোহাগ এগ্রো লিমিটেড’ কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে।

রোববার (২২জুন) রাত দেড়টার দিকে উপজেলার পাঁচলক্ষী এলাকায়  ওই কারখানায় এ ঘটনা ঘটেছে।
 
সোমবার দুপুরে কালিয়াকৈর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচলক্ষী এলাকায় রোববার রাত দেড়টার দিকে ‘সোহাগ এগ্রো লিমিটেড’ কারখানার  সীমানায় তারের বেষ্টনী কেটে ১৫-২০ জনের ডাকাত দলের সদস্যরা ভিতরে ঢুকে। 

এরপর নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে একটি কক্ষ থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার ও বিদ্যুতের  তার, ল্যাপটপ, কম্পিউটার দুটি, ইলেকট্রিক ডিভাইস, সিসি ক্যামেরা, চাউল মাপার স্কেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। 

এ সময় তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে কমপক্ষে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এগ্রো কারখানার ম্যানেজার রাইসুল ইসলাম রিপন জানান, পনেরো থেকে বিশ জনের ডাকাত দলের সদস্যরা ভিতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। এরপর কারখানার ভিতরের মালামাল লুট করে নিয়ে যায়। 

সোহাগ এগ্রো কারখানার মালিক আব্দুল জলিল জানান, ডাকাতির ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে এখনো অভিযোগ করা হয়নি । অভিযোগ প্রক্রিয়াধীন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত চলছে। তদন্তের পরে জানা যাবে কত লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.