The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

বুধবার, ২৫ জুন ২০২৫

আপডেট: বুধবার, ২৫ জুন ২০২৫

শরীয়তপুরে বিক্রি হওয়া সেই শিশুর ঠাঁই হলো দাদা-দাদির কাছে

শরীয়তপুরে বিক্রি হওয়া সেই শিশুর ঠাঁই হলো দাদা-দাদির কাছে

শরীয়তপুরে নেশার টাকা জোগাতে শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। প্রতিবেশির অভিযোগ পেয়ে শিশুর বাবা ও মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) শিশুটিকে উদ্ধার করে দাদা-দাদির হাতে তুলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


 
এ ঘটনায় শিশুর দাদা শওকত হাওলাদার হতাশা আর কান্নামিশ্রিত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে এমন করবে, ভাবতেও পারিনি।’ 

জানা গেছে, বাসচালক ইব্রাহীম হাওলাদার জেলা শহরের চরপালং এলাকায় ভাড়া থাকেন। ইব্রাহীম ও শ্রাবণী দম্পতির দুই বছরের এক মেয়ে ও দেড় মাস বয়সের এক ছেলে রয়েছে।

ওই দম্পতি বিভিন্নভাবে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকের টাকার জোগান দিতে গিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। 

সোমবার (২৩ জুন) দুপুরে তাদের দেড় মাস বয়সী শিশুকে প্রতিবেশী ইকবাল হোসেন ও মুক্তা আক্তার দম্পতির কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেন। এ ঘটনা বুঝতে পেয়ে একজন প্রতিবেশী জরুরি নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

সংশ্লিষ্টরা জানান, বুধবার শিশুটিকে দাদা-দাদির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শিশুটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.