The Daily Adin Logo
সারাদেশ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বুধবার, ২৫ জুন ২০২৫

আপডেট: বুধবার, ২৫ জুন ২০২৫

২৩ বছর ‘সোর্স’ সেজে মাদক ব্যবসা, শেষমেশ পুলিশের জালে

২৩ বছর ‘সোর্স’ সেজে মাদক ব্যবসা, শেষমেশ পুলিশের জালে

মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী দুর্গম এলাকায় রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ ইফসুফ উদ্দিন (৫৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাতে বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ দল প্রায় দেড় ঘণ্টা ওঁৎ পেতে থেকে ইফসুফ উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইফসুফ উদ্দিন বড়লেখা উপজেলার ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার ইউসুফ উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এই অভিযানে তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ইফসুফ উদ্দিন দীর্ঘ ২৩ বছর ধরে সরকারের একটি গোয়েন্দা বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। তবে এই পরিচয়ের আড়ালে তিনি নিজেই মাদক পাচারে জড়িয়ে পড়েন। 

এলাকার বিভিন্ন ব্যক্তিকে সোর্স পরিচয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একসময় তিনি নিজ এলাকাতেই চিহ্নিত মাদক ব্যবসায়ি হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

বুধবার (২৫ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.