The Daily Adin Logo
সারাদেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সরিষাবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১৩৫০ কৃষক

সরিষাবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১৩৫০ কৃষক

জামালপুরের সরিষাবাড়ীতে ১ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চফলনশীল ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার ও বীজ বিতরণ করে।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উচ্চফলনশীল জাতের রোপা আমন ধান চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ১ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে উচ্চমানের ধানবীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষকের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। 

তারা আশা ব্যক্ত করে বলেন, সঠিকভাবে চাষাবাদ ও সারের যথাযথ ব্যবহার করলে ধান উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকদের আয় আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে।

উচ্চফলনশীল এই ধান চাষের মাধ্যমে আগের চেয়ে বেশি ফলন এবং আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মত দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.