The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

যশোরে সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

যশোরে সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

যশোরে ঝিকরগাছায় সাপের কামড়ে মেয়ে সুমাইয়া খাতুনের (৯) মৃত্যু হয়েছে। একইসঙ্গে মা খাদিজা বেগম (৩০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা বেগম ওই গ্রামের ইমাদুল ইসলামের স্ত্রী। আর সুমাইয়া খাতুন তাদের মেয়ে। সে স্থানীয় কওমি মাদ্রাসায় পড়ালেখা করত। 

স্বজনরা জানান, খাদিজা বেগম ও তার মেয়ে সুমাইয়া খাতুন ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুমন্ত মা-মেয়েকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে ঘুম ভাঙে ইমাদুলের। ঘুম থেকে উঠেই তিনি সাপটি পিটিয়ে মেরে ফেলেন।

পরে প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী-সন্তানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান ইমাদুল। মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানান, মা-মেয়েকে অ্যান্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করাসহ সকল ধরণের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দেরি করে হাসপাতালের আনার কারণে শিশু সুমাইয়া বাঁচানো সম্ভব হয়নি। তার মা খাদিজার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৪ জুন) বাঁকড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মিলন সর্দার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.