The Daily Adin Logo
সারাদেশ
নরসিংদী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

তিন হাজার গাছের চারা নষ্ট করে নির্মাণ হচ্ছে অফিসার্স ক্লাবের ভবন

তিন হাজার গাছের চারা নষ্ট করে নির্মাণ হচ্ছে অফিসার্স ক্লাবের ভবন

নরসিংদীর রায়পুরায় উপজেলা বন বিভাগের নার্সারির প্রায় তিন হাজার চারা নষ্ট করে নির্মাণ করা হচ্ছে অফিসার্স ক্লাব। আবার ক্লাবের নির্মাণ কাজের আগে নেওয়া হয়নি বন বিভাগের অনুমতি। 

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে বন বিভাগের রায়পুরা উপজেলা নার্সারির প্রায় তিন হাজার চারা নষ্ট করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ঠিকাদার অফিসার্স ক্লাবের ভবন নির্মাণ করছে। 

গাছের চারা নষ্ট করে ভবন নির্মাণের কাজ চলছে। ছবি- রূপালী বাংলাদেশ

নিয়ম অনযায়ী, বন বিভাগের অনুমতি নেওয়ার কথা থাকলেও তাদের অবহিত করা হয়নি। গত দুদিন ধরে ভবনের নির্মাণের জন্য পাইলিং শেষে কলম উঠানো হচ্ছে।

রায়পুরা উপজেলা বন কমকর্তা মো. হায়দার হোসেন বলেন, ‘আমি গত বুধবার ঢাকায় প্রধান উপদেষ্টা মহোদয়ের বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। বৃহস্পতিবার এসে দেখি আমাদের নার্সারির চারা উঠিয়ে ফেলে পরিষ্কার করে ভবন নির্মাণের জন্য পাইলিং করা হচ্ছে।’

রায়পুরায় উপজেলা বন বিভাগের নার্সারির চারা তুলে ফেলে পাইলিংয়ের কাজ চলছে। ছবি- রূপালী বাংলাদেশ

তিনি আরও বলেন, ‘আমাদের কোনোরকম অবহিত না করে এভাবে চারাগুলো নষ্ট করে কীভাবে উপজেলা প্রশাসন ভবন নির্মাণ করছে, তা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ ঘটনায় নরসিংদী পরিবেশবাদী সংগঠনগুলোও ক্ষোভ প্রকাশ করেছে।’

এ বিষয়ে জানতে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.