The Daily Adin Logo
সারাদেশ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

শিবচরে কিস্তি নিয়ে কলহ, গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শিবচরে কিস্তি নিয়ে কলহ, গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামিলা বেগম (২২) নামে এক গৃহবধূ। 

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত জামিলা বেগম রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা মোস্তফা মুসার স্ত্রী। তারা শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ভাড়া বাড়িতে থাকতেন। দম্পতির ১৮ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা মুসা শিবচরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে সমস্যায় পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। শুক্রবার বিকেলেও কিস্তির টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

ঘটনার বিবরণে স্বামী মোস্তফা মুসা বলেন, ‘বিকেলে কিস্তির টাকা নিয়ে একটু ঝগড়া হয়। এরপর আমি ভ্যান নিয়ে বের হয়ে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি, জামিলা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাই।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তা থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.