The Daily Adin Logo
জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

আলজেরিয়ায় আম চাষে বাংলাদেশিদের সুযোগ

আলজেরিয়ায় আম চাষে বাংলাদেশিদের সুযোগ

বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া।

পাশাপাশি দেশটিতে বাংলাদেশিদের মাধ্যমে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ও আলজেরিয়া বিজনেস ফোরামের (বিএবিএফ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কনফারেন্সে তিনি এ কথা জানান।

‘আলজেরিয়ার সঙ্গে কৃষি-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে।

রাষ্ট্রদূত ড. সাইদানি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে প্রশংসিত। তাই এখানকার আমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমরা কাজ করতে চাই।’ 

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে একটি আধুনিক কোল্ড স্টোরেজ ও আম প্রক্রিয়াকরণ প্রযুক্তি কেন্দ্র স্থাপনেও আগ্রহী আলজেরিয়া।

কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বিএবিএফ-এর সভাপতি মো. নূরুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক আলী হায়দার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.