The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

যশোরে ওয়ার্ড কাউন্সিলরকে ছুরিকাঘাতে জখম

যশোরে ওয়ার্ড কাউন্সিলরকে ছুরিকাঘাতে জখম

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে (৫৩) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৩০ জুন) রাত সোয়া ৮টার দিকে শহরের নাজির শংকরপুর এলাকার বিসমিল্লাহ মৎস্য হ্যাচারির কাছে এই হামলার ঘটনা ঘটে।

আহত বাবুল একই এলাকার জিরো পয়েন্ট মোড়ের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আসাদুল ইসলাম বাবুল জানান, পূর্ব শত্রুতার জেরে নাজির শংকরপুর এলাকার মিন্টু মিস্ত্রির ছেলে তানভীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের জানান, আইনজীবী বাবুলের বাম হাতের বগলের নিচে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতের বক্তব্য গ্রহণ করেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনায় যশোরের আইনজীবী মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.