The Daily Adin Logo
সারাদেশ
মানিকগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মানিকগঞ্জে থানা ঘেরাওয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

মানিকগঞ্জে থানা ঘেরাওয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আটককৃত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচ জনের নাম উল্লেখসহ ৩০/৪০ নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি মো. শাহীনুর ইসলাম।

তিনি বলেন, সোমবার রাতে সাটুরিয়া থানার এসআই মো. আব্বাস আলী বাদী হয়ে পাঁচজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ নামে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের মো. আছর উদ্দিন (৫০), রেফাত ইসলাম (১৭), রুজিনা বেগম (৪৫) ও আজরিন আক্তার (১৯)।

মামলা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাদের প্রিজনভ্যানে করে আদালতে নেওয়ার সময় সাটুরিয়া থানা গেট থেকে গ্রেপ্তারকৃত চার আসামিসহ পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখেন গোলাম রাব্বির পরিবারসহ কিছু সমর্থক।

এ সময় আসামি গোলাম রাব্বীর মা রুজিনা আক্তার ও তার স্ত্রী আজরিন আক্তার পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে প্রিজনভ্যান গাড়ির সামনে শুয়ে পড়ে। এ ঘটনার জেরে থানার সামনে হট্টগোলের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এদের মধ্যে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার ওসি মো. শাহীনুর ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.