The Daily Adin Logo
সারাদেশ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বুধবার, ০৯ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বড়পুকুরিয়ায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর কবজি উড়ে গেল

বড়পুকুরিয়ায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর কবজি উড়ে গেল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির ডাম্পিং এলাকায় পড়ে থাকা পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন (১০) নামের এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়াস স্থানীয় চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও একটি মাদ্রাসার শিক্ষার্থী। বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়লা খনির ডাম্পিং এলাকা থেকে ধাতব বস্তু কুড়িয়ে এনে মোবাইল ফোনের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে সেটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ইলিয়াসের ডান হাতের কবজি উড়ে যায়, শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

ইলিয়াসের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘আমার ছেলে খেলার ছলে ওই বস্তুটি বাড়িতে নিয়ে এসেছিল। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি, ওর হাত নেই, রক্তে ভেসে যাচ্ছে মাটির ঘর। এমন দৃশ্য কোনো বাবার দেখা উচিত না।’

স্থানীয়রা জানান, কয়লা খনির পূর্ব পাশে কাঁটাতার দিয়ে ঘেরা ডাম্পিং এলাকাটি নজরদারিহীন। সেখানে খনির বর্জ্য ফেলা হয়। অনেকে সেই বর্জ্য থেকে কয়লা কুড়িয়ে নেয় বিক্রির জন্য। মাঝে মাঝে বিস্ফোরক ডিভাইসও পড়ে থাকে, যেগুলো শিশুরা খেলার বস্তু ভেবে নিয়ে যায়।

খনির এক শ্রমিক জানান, খনির গভীরে যেসব জায়গায় যন্ত্রে কয়লা তোলা যায় না, সেখানে বিস্ফোরক ব্যবহার করে কয়লা সংগ্রহ করা হয়। এগুলো ব্যবহারে নির্দিষ্ট নিরাপত্তাবিধি মানার কথা থাকলেও, পরিত্যক্ত ডেটোনেটর ডাম্পিং এলাকায় চলে আসে কিনা, তা নজরদারিতে ছিল না।

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের নজরে আগে আসেনি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতোমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত শিশুর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.