The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ জুলাই ২০২৫

দখলবাজির দায় দল নেবে না: শামা ওবায়েদ

দখলবাজির দায় দল নেবে না: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বিএনপি কোনো ধরনের দখলবাজি, জমি দখল বা বালুঘাট দখলের মতো অন্যায় কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না এবং এসব কর্মকাণ্ডের দায় দল নেবে না।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে জমি দখল, বালুঘাট দখল – এগুলো থেকে দূরে থাকতে হবে। এসব কাজ করলে দলের বদনাম হবে, আর সেই বদনাম আমি কিংবা দল কেউ ঘাড়ে নেবে না। এটা আমার পরিষ্কার কথা।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিও অন্যায়কে প্রশ্রয় দেয় না। সুতরাং কেউ যদি অন্যায় করেন, সেটা তার ব্যক্তিগত দায়। প্রশাসনকে বলেছি, বিএনপির কেউ অন্যায় করলে, ইভেন যদি আমার কাছের লোকও হয়—তাকে আইনের আওতায় আনবেন।’

এ সময় সালথা ও নগরকান্দা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.