The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৩ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ১৩ জুলাই ২০২৫

কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে ঘিরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠানমালার সার্বিক পরিকল্পনা, কর্মসূচির সফল বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

সভায় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, ‘জুলাই পুনর্জাগরণ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি একটি প্রজন্মের চেতনার প্রতীক। নতুন প্রজন্মকে ঐতিহাসিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ আয়োজনের গুরুত্ব অপরিসীম।’

সভায় প্রস্তাবিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণ।

‘জুলাই পুনর্জাগরণ’ কালীগঞ্জের গর্বিত ঐতিহাসিক স্মৃতির ধারক, যা স্থানীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানমালাকে সফল ও জনসম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.