The Daily Adin Logo
সারাদেশ
হবিগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

একদিনে চারজনের মৃত্যু, সন্দেহে চোলাই মদ

একদিনে চারজনের মৃত্যু, সন্দেহে চোলাই মদ

হবিগঞ্জ শহরে রহস্যজনকভাবে চার ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তারা চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এখনো মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত হয়নি।

নিহতরা হলেন চৌধুরী বাজারের চায়ের দোকানের কর্মচারী অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ দাস (৪৬) ও উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পাশের সুইপার কলোনি এলাকা থেকে কিছু ব্যক্তি চোলাই মদ সংগ্রহ করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই চারজনই অসুস্থ হয়ে পড়েন এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই প্রথমে জাহাঙ্গীর মিয়া মারা যান। পরদিন ১৭ জুলাই মারা যান বাকি তিনজন।

তবে হাসপাতালের ভর্তি কাগজে তাদের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত চলছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘নিহতদের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা মৃত্যুকে স্বাভাবিক বলে দাফন ও সৎকার সম্পন্ন করেছেন। কেউ মদ্যপানজনিত কারণে মারা গেছে এমন প্রমাণ পেলে অবশ্যই ময়নাতদন্ত করা হতো। তারপরও বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.