The Daily Adin Logo
সারাদেশ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কুলাউড়া সীমান্ত থেকে ৩ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুলাউড়া সীমান্ত থেকে ৩ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে হরিপুর গ্রামসংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটক তিনজন হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তারা তিনজনই শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় ওই তিনজন মাছ ধরছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা হঠাৎ এসে চোরাকারবারি সন্দেহে তাদের আটক করে ভারতের দিকে নিয়ে যায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ হোসেন বলেন, ‘তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখনো তাদের আটকের নির্দিষ্ট কারণ জানা যায়নি।’

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতা রাণী দাস বলেন, ‘তারা তিনজন রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যায়।’

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, ‘তিন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে এমন তথ্য পেয়েছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.