The Daily Adin Logo
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় মাঠে মিলল মার্কিন তৈরি পিস্তল ও ম্যাগাজিন

চুয়াডাঙ্গায় মাঠে মিলল মার্কিন তৈরি পিস্তল ও ম্যাগাজিন

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকার একটি গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মার্কিন তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার  (২৪ জুলাই) সকাল ৬ টার দিকে এই অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে এসবের মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিজিবির একটি টহল দল খবর পেয়ে সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় যায়। এ সময় জাকা মোল্লার ইটভাটার পাশে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় একটি মার্কিন তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। তবে উদ্ধারকৃত অস্ত্রের কোনো মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বদা সজাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই সফলতা এসেছে।’

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়া শেষে জীবননগর থানায় হস্তান্তর করা হবে।

এদিকে, সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.