The Daily Adin Logo
সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পুকুরে মিলল হামলাকারীর লাশ

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পুকুরে মিলল হামলাকারীর লাশ

গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্বরত অবস্থায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন এএসআই মহসিন আলী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সেই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উত্তোলন করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, অস্ত্র ছিনতাই করতে আসা যুবকের নাম সিজু মিয়া। তবে তার বাড়ি কোথায় এখনও জানা যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য আজ সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.