The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ৩০ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তের পর বহিষ্কার

ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তের পর বহিষ্কার

কক্সবাজারের মহেশখালী উপজেলার জেএম ঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) তোয়াহার উদ্দিন ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে চূড়ান্তভাবে বহিষ্কৃত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত তদন্ত বিজ্ঞপ্তির ভিত্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ তদন্তে উপস্থিত ছিলেন অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

তদন্তে দেখা যায়, তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদটি বাংলাদেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ইস্যুকৃত নয়, বরং একটি জাল দলিল। এই ভুয়া সনদের মাধ্যমে তিনি প্রতারণার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। তদন্ত শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করে এবং সিদ্ধান্তটি তদন্ত দলের কাছে উপস্থাপন করে।

তদন্তে আরও জানা যায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধেও আর্থিক অনিয়ম ও তহবিল আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ বিষয়ে বিস্তারিত আর্থিক অডিটের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, ‘তোয়াহার উদ্দিনের ভুয়া সনদের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে। শিক্ষার মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইচার লিটন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তদন্তে সহায়তা করেছি। ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোরতা নিশ্চিত করা হবে।’

ঘটনার পর জেলা শিক্ষা অফিস আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.