The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় এক দিনে তিনটি পৃথক স্থানে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি মরদেহ অজ্ঞাত নারীর, অপরটি এক যুবকের, যিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কোটপাড়া এলাকার ইংলিশ প্ল্যাটফর্ম কোচিং সেন্টার চত্বর থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর (২৫-৩০ বছর) মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, মরদেহে আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা না অন্য কিছু, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

একই দিনে সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে আরও এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, মরদেহটি গন্ধ ছড়ানোয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

এ ছাড়া সকালেই কুষ্টিয়ার জগতি-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি এসোগড়ি এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সিয়াম নামে এক যুবক।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন সিয়াম ও সুমাইয়া। তবে মেয়ের বাবা বিয়ে মেনে না নেওয়ায় কয়েকদিন আগে ডিভোর্সে বাধ্য করা হয় সুমাইয়াকে।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সিয়াম। মঙ্গলবার ডিভোর্সের কাগজ পেয়ে হতাশ হয়ে বুধবার সকালে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিয়াম কুষ্টিয়ার খাজানগর আদেরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

পুলিশ বলছে, তিনটি ঘটনাই গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দুটি অজ্ঞাত মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.