The Daily Adin Logo
সারাদেশ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আটক

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস এম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকা থেকে এস এম আসলামকে এবং আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফাকে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের আবেদন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর।

এ ছাড়াও টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৩৫ ধারায় পৃথক মামলাও রয়েছে বলে জানা গেছে।

আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। অপরদিকে, টি এইচ তোফা নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘তোফা ও আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.