The Daily Adin Logo
সারাদেশ
নীলফামারী প্রতিনিধি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

মাহেরীন চৌধুরী প্রমাণ করেছেন জিয়া পরিবারের কাছে সব সম্ভব: ভিপি ইব্রাহিম

মাহেরীন চৌধুরী প্রমাণ করেছেন জিয়া পরিবারের কাছে সব সম্ভব: ভিপি ইব্রাহিম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম বলেছেন, ‘মাহেরীন চৌধুরী ২০ জন ছাত্রছাত্রীকে বাঁচাতে গিয়ে নিজের দেহ জ্বালিয়ে পুড়ে মারা গেছেন। এটি প্রমাণ করে, শুধু জিয়া পরিবারের পক্ষেই এমন ত্যাগ সম্ভব। দেশের নানা ঝুঁকিপূর্ণ সময়ে জিয়া পরিবারের যে সাহসী অবস্থান, মাহেরীন চৌধুরী তার এক জ্বলন্ত দৃষ্টান্ত।’

শনিবার (৯ আগস্ট) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাড়ী চৌধুরী পাড়ায় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও মাইলস্টোন কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা গভীর শ্রদ্ধা জানাই মাহেরীন চৌধুরীকে। যেভাবে তার মৃত্যু হয়েছে, হাদিস অনুযায়ী তা শহীদি মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদি মর্যাদা দান করেন, আমরা এই প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষ থেকে আজকের কর্মসূচি নিয়েছি।’

নির্বাচন প্রসঙ্গে ভিপি ইব্রাহিম বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি শুধু একটি মন্তব্য করতে চাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষটা দেখে মন্তব্য করব। তবে আমাদের দল ও প্রার্থীরা প্রস্তুত রয়েছে।’

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও মাইলস্টোন কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
ছবি- রূপালী বাংলাদেশ

শ্রদ্ধা নিবেদন শেষে এ দিন বেলা ১টায় কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নীলফামারী জেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম।

সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য মো. মনজুরুল ইসলাম, প্রধান বক্তা সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস এবং বিশেষ বক্তা রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ লাবু ও মো. আনোয়ার শাহাদাত। সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. ওয়ালিউর রহমান হেলাল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.