The Daily Adin Logo
সারাদেশ
সিলেট ব্যুরো

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি: রাকিব

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড চিরতরে বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের রাজনীতি যারা এখনো বহন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব।’

সোমবার (১১ আগস্ট) সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের বহুল প্রতীক্ষিত কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাকিব আরও বলেন, অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী ও সহিংস রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। অনেকেই এখনো গেস্টরুম ও গণরুম নির্যাতনের মানসিক আঘাত বহন করছেন। 

তিনি বলেন, ‘ছাত্রদল বরাবরই প্রকাশ্য ও শিক্ষাবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নিষিদ্ধকৃত কর্মীরা সক্রিয় রয়েছে এবং ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।’

প্রায় ২১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে এমসি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি এবং জুনেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.