The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

দিনাজপুরে ভিন্নভাষী যুগলের বিয়ে, গুগল ট্রান্সলেটরেই চলছে কথাবার্তা

দিনাজপুরে ভিন্নভাষী যুগলের বিয়ে, গুগল ট্রান্সলেটরেই চলছে কথাবার্তা

ভাষা আলাদা, সংস্কৃতিও ভিন্ন—তবুও হৃদয়ের ভাষা এক হওয়ায় দিনাজপুরের সুরভী আক্তার ও চীনের ইয়ং সাও সাং এক অন্যরকম প্রেমের গল্প গড়েছেন। ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপে পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম—এবং অবশেষে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে বিয়ে।

নবদম্পতি হিসেবে পরিচয় দেওয়া এই ভিন্নভাষী যুগল এখনো একে অপরের মুখের ভাষা বোঝেন না। তাই প্রতিটি কথাবার্তা, অনুভবের প্রকাশ—সবই নির্ভর করছে গুগল ট্রান্সলেটরের ওপর।

সুরভী আক্তারের বাড়িতে দেখা যায়, দুজনই পাশে বসে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। ইয়ং সাও সাং বাংলা বোঝেন না, আর সুরভী চীনা ভাষা বোঝেন না।

জানা গেছে, ইয়ং সাও সাং পেশায় একজন নির্মাণ ইঞ্জিনিয়ার। চীনের জিয়াংসু প্রদেশ থেকে প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে সুরভীর সঙ্গে পরিচয় হয় তার। পরে ৪ আগস্ট বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। ১০ আগস্ট নবদম্পতি সুরভীর বাড়িতে চলে আসেন।

সুরভী বলেন, ‘এখনো আমরা একে অপরের ভাষা না বোঝায় গুগল ট্রান্সলেট ব্যবহার করে কথা বলি।’

সুরভীর ছোট বোন রিয়া আক্তার বলেন, ‘আমি খুব খুশি। দুলাভাই চীনের, আমরা মোবাইলে ট্রান্সলেট করে কথা বলি।’

স্থানীয় আজম হোসেন বলেন, ‘বিদেশি জামাই আমাদের ভাষা বোঝে না, আমরা তার ভাষা বুঝি না। গুগল ট্রান্সলেট ব্যবহার করে তারা সুখে জীবনযাপন করুক।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.