The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার

লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর নারায়গঞ্জের ডেমরা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।

জানা গেছে, সিলেটের ভোলাগঞ্জ থেকে সাম্প্রতিক সময়ে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার বাজারমূল্য মোট প্রায় ৪৫০–৪৯০ কোটি টাকা। এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত পাথরের অনেকাংশ ইতোমধ্যেই ক্রাশ করা হয়েছে। সাতটি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে এবং মালিকপক্ষের তালিকা তৈরি করা হয়েছে। অভিযানের বিস্তারিত অগ্রগতি শিগগিরই জানানো হবে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.