The Daily Adin Logo
সারাদেশ
কক্সবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা আকতার

ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা আকতার

কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ’ করে বের করে দেওয়ার হুমকি দেওয়ায় পদ হারিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মহেশখালী পৌরসভার দীঘিরপাড় এলাকায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্যে দিতে গিয়ে আকতার হোসেন থানার ওসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন।

এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি ওসিকে উদ্দেশ করে হুমকি দেন।

তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা নিচ্ছেন। তিনি বলেন, ‘ওসি সাহেব, দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেওয়া হবে। ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি।’

আকতার হোসেন দাবি করেন, থানার চেম্বার এখন টাকার বিনিময়ে মামলা নেয়ার জায়গায় পরিণত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওসি স্থানীয় আওয়ামী লীগ ও প্রভাবশালীদের সঙ্গে মিলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, তিনি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখেননি। অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এসব সত্য নয়। কেন তারা বলছেন, সেটা তারাই ভালো জানেন।

এদিকে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আকতার হোসেনকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.