The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার শিবগঞ্জ পৌরসভার বড় চক দৌলতপুর মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহতরা ওই মহল্লার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩০) ও তার ছেলে মুজাহিদ হোসেন (৮)। 

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে মুরশিদা খাতুন তার ছেলে মুজাহিদকে কোলে নিয়ে বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে যান। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.