The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সব স্কুল ও কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়ন সম্পর্কিত অভিযোগ গ্রহণের জন্য আয়োজিত উপজেলা কমিটির মাসিক সভায় এ এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা যায়, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের বিষয়ে প্রস্তাব দেন। পরে সভার সকল সদস্য এ বিষয়ে মতামত প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরেও স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, নিষিদ্ধের সিদ্ধান্ত সংক্রান্ত রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.