The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, আটক ১১ জনকে ফেরত

সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, আটক ১১ জনকে ফেরত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে আটক হওয়া ১১ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল ১১টার দিকে ৫৯-বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা এই ১১ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু রয়েছেন।

বিজিবি জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিএসএফ আটককৃতদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবিকে সরবরাহ করে। তথ্য যাচাই শেষে বিজিবি নিশ্চিত করে যে তারা বাংলাদেশি নাগরিক।

দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩ এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি’র বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করেছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, বিজিবি ১১ বাংলাদেশিকে পুলিশে হস্তান্তর করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.