The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

আ.লীগ নেত্রী শেখ সাজেদা ইসলাম রুনু গ্রেপ্তার

আ.লীগ নেত্রী শেখ সাজেদা ইসলাম রুনু গ্রেপ্তার

দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রুনুর বিরুদ্ধে গত ৫ই আগস্ট থেকে ফেসবুকে লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এছাড়া, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে গণভোজের আয়োজন এবং তোবারক বিতরণের ভিডিও ও ছবি ভাইরাল করার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ছিলেন।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, রুনু একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির নারী এবং তিনি একটি চক্রের সঙ্গে মিশে রাজনৈতিক অপপ্রচার চালাতেন।

তারা অভিযোগ করেন যে, তার কোনো নির্দিষ্ট আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। এসব বিষয়ে তার চলাফেরা অনেক সময় দলের নেতাদের বিব্রত করত।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, রুনুকে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.