The Daily Adin Logo
রাজনীতি
রূপালী প্রতিবেদক

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

ট্রাক প্রতীক নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ

ট্রাক প্রতীক নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ

কিশোরগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সদর উপজেলার  কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। সম্প্রতি তিনি তার এলাকায় বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও গণসংযোগ করছেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। জনগণ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়, নতুন নেতৃত্ব চায়। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের ইতিবাচক সাড়া রয়েছে গণঅধিকার পরিষদের প্রতি। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দিবে।’

তিনি বলেন,  ‘এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ আমলের মতোই হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দিবে না জনগণ।’ 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা। ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই যেকোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ  মোস্তফা, গণনেতা সেলিম খান, আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.