The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ২৪ আগস্ট ২০২৫

ইসিতে রুমিন ফারহানার অনুসারী ও এনসিপি নেতাদের হাতাহাতি

ইসিতে রুমিন ফারহানার অনুসারী ও এনসিপি নেতাদের হাতাহাতি

নির্বাচন কমিশন (ইসি) প্রাঙ্গণে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অনুসারী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানির সময় এমন ঘটনা ঘটে।

এনসিপি অভিযোগ করেছে, তাদের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে রুমিন ফারহানার উপস্থিতিতে তার অনুসারীরা মারধর করেছেন।

এ সময় এনসিপির আরও দুই নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী ও মুস্তফা সুমন আহত হন বলে দাবি করেছে দলটি।

সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন অপরিচিত ব্যক্তি আমাকে ধাক্কা দেন। আমি তো একা একজন নারী। স্বাভাবিকভাবেই আমার লোকজন চুপ করে থাকবে না। পরে ওই ব্যক্তি আবার তেড়ে আসেন, ফলে আমার অনুসারীরা প্রতিক্রিয়া দেখিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এনসিপি নেতারা বহিরাগত লোকজন নিয়ে কমিশনে এসেছিলেন। তারা ধাক্কা দিয়েছে, ফলে ধাক্কার জবাবও এসেছে। এর বাইরে আর কিছু হয়নি।’

অন্যদিকে এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী দাবি করেন, ‘আমরা ইসিতে দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু রুমিন ফারহানার লোকজন আমাদের ওপর হামলা করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের পেটানো হয়েছে।’

ঘটনার সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

শুনানির সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয়, যা পরে ইসির নিরাপত্তা কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.