The Daily Adin Logo
সারাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। দীর্ঘ ১১ ঘণ্টা গণনা শেষে রাত ৮ টায় ১৩টি দানবাক্স থেকে এই টাকা পাওয়া যায়। এ ছাড়াও স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

এর আগে শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় ৪ মাস ১৮ দিন পর কঠোর নিরাপত্তায় দানবাক্সগুলো খোলা হয়। তখন ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে সকাল ৯টায় গণনা শুরু হয়। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন।

গণনায় ৩৪০ জন মাদ্রাসার শিক্ষার্থী, জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ৯ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ৫ জন আনসার ব্যাটালিয়ান, ১০ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। সাধারণত তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন কারণে ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এই টাকার লভ্যাংশ বিভিন্ন গরিব অসহায় রোগীদের চিকিৎসা সেবা, পাগলা মসজিদ পরিচালনার জন্য ইমাম, মুয়াজ্জিন ও আনসার সদস্যদের বেতন প্রদান, মসজিদের অধীনে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন এবং মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা ক্রয়ে ব্যয় করা হবে। ইতোমধ্যে ১ একর জায়গা ক্রয়ের জন্য ওয়াক্ফ প্রশাসকের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল, যা গত মাসে অনুমোদন পেয়েছে।

এছাড়া গত ১২ এপ্রিল দানবাক্সগুলো খোলা হয়েছিল, তখন দানের পরিমাণ ছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক একাউন্টে মোট দানের পরিমাণ দাঁড়িয়েছে ১০২ কোটি ২ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা।

পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হওয়ার বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন দান করতে আসেন। এখানকার দানে শুধু টাকা-পয়সা নয়, সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করা হয়। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বইও দান করা হয়।

এদিকে গত ৪ জুলাই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অনলাইন ডোনেশন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশ ও দেশের বাইরের মানুষও দান করতে পারেন। ওয়েবসাইটে মসজিদের ইতিহাস, দান সম্পর্কিত তথ্য, নামাজ ও জামাতের সময়সূচি, এবং মসজিদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য দেওয়া আছে। অনলাইনে দান করতে www.paglamosque.org সাইটে প্রবেশ করে সামর্থ্য অনুযায়ী দান করা যাবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.