The Daily Adin Logo
সারাদেশ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দলিল লেখক হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

দলিল লেখক হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে (৩৭) যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তবে দলিল লেখকের স্ত্রী শাহিনুর আক্তার এখনো পলাতক রয়েছেন। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর পরকীয়ার জেরে স্ত্রী শাহিনুর আক্তার ও পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লেখক মোশারফকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে এবং গলায় তার প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। 

এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী, নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া, আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.