The Daily Adin Logo
সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

টাঙ্গাইলে ১০০ ভাগ স্বচ্ছতায় পুলিশে চাকরি পেল ৫০ জন

টাঙ্গাইলে ১০০ ভাগ স্বচ্ছতায় পুলিশে চাকরি পেল ৫০ জন

টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে বিবেচিত প্রার্থীরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শুধুমাত্র ১২০ টাকা পোস্টাল অর্ডার জমা দিয়ে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ৫০ জনকে মেধা তালিকায় চূড়ান্ত করা হয়েছে এবং ১০ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য এই জেলা থেকে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরুষ ৩,০৭৩ জন ও নারী ২৩৯ জনসহ মোট ৩,৩১২ জন প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা হয়।

গত ১০ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১,৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট ১,৫৫১ জন প্রার্থী যোগ্য বিবেচিত হন।

১১ আগস্ট এই ১,৫৫১ জন প্রার্থী শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১,২১৩ জন ও নারী ৪১ জন মোট ১,২৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন।

১২ আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষার পর পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জন মোট ৭৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন।

২৩ আগস্ট লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মধ্যে পুরুষ ৭১৯ জন ও নারী ৩৮ জন মোট ৭৫৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জনের মৌখিক পরীক্ষা শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমান হিসেবে বিবেচিত হন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ‘শতভাগ স্বচ্ছতার মাধ্যমে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫-এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন ও ফলাফল ঘোষণা করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.