The Daily Adin Logo
সারাদেশ
টঙ্গী প্রতিনিধি

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

জিএমপির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

জিএমপির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একসাথে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বদলি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপকমিশনার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। ছবি - রূপালী ফটো

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে সিলেট রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

তবে, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ৮ মাস ১৯ দিন দায়িত্বে ছিলেন, আর টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তা আনুমানিক ১০ মাস ২১ দিন দায়িত্ব পালন করেছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান। ছবি - রূপালী ফটো

এ ঘটনার পর ফেসবুক ও সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই প্রশ্ন করছেন, কেন একদিনে একই এলাকায় দুই থানার ওসির বদলি করা হলো।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.