The Daily Adin Logo
সারাদেশ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে পা থেঁতলে গেল এক যাত্রীর

দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে পা থেঁতলে গেল এক যাত্রীর

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী রেলস্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে মারাত্মকভাবে জখম হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, ‘চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের সৈকত এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার দিকে যাত্রী নিয়ে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় এক যাত্রী ট্রেনের দরজায় বসে পা ঝুলিয়ে রেখেছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলে তার পা প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে পা বিচ্ছিন্ন হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণেও অঙ্গহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.