The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ছয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, হতাশা নিয়ে ফিরছেন রোগীরা

ছয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, হতাশা নিয়ে ফিরছেন রোগীরা

ফেনীর সোনাগাজী উপজেলার ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ছয় মাস ধরে ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কেন্দ্রগুলোতে রোগী আসা কমে গেছে।

স্থানীয়রা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে ওষুধ বা পরিবার পরিকল্পনা সামগ্রী না পেয়ে হতাশা প্রকাশ করতে হচ্ছে।

মতিগঞ্জ, চর দরবেশ ও চর চান্দিয়া ইউনিয়নের স্থানীয়রা অভিযোগ করেছেন, ওষুধের ঘাটতি তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবদুস সালাম বলেন, ‘আমি গত দুই মাসে চারবার চুলকানি মলমের জন্য এসেছি, একবারও পাইনি। আগে এগুলো খুব কাজে দিত। এখন কিন্তু আর পাওয়া যায় না।’

আবুল কালাম বলেন, ‘বর্তমানে যেকোনো ওষুধের দাম অনেক বেড়ে গেছে। আগে কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিছু ওষুধ বিনামূল্যে পাওয়া যেত। এখন তা নেই, দরিদ্রদের জন্য এটি যেন নাভিশ্বাস হয়ে উঠেছে।’

চর চান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক তপন চন্দ্র দাস জানান, ‘ফেব্রুয়ারি থেকে ওষুধ ও ভ্যাক্সিনের সরবরাহ কম হওয়ায় রোগীদের সেবা ব্যহত হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং আশা করি দ্রুত সমাধান আসবে।’

মতিগঞ্জ ইউনিয়ন কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (অতিরিক্ত) আবদুল হামিদ বলেন, ‘এফডব্লিউভি মাধুরী নাথ ২৪/৭ ডিউটি চালিয়ে যাচ্ছেন। কিছু উপকরণের ঘাটতি রয়েছে। এ ছাড়া প্রসূতি মায়েদের জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলে সেবার মান আরও বৃদ্ধি পেত।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব নবী বলেন, ‘ওষুধের সংকট শুধু সোনাগাজী বা মতিগঞ্জে নয়, এটি সারা দেশের একই চিত্র। আশা করি দ্রুত সমাধান হবে।’

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ‘ওষুধের বিষয়টি আমরা জেনেছি। এটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.