The Daily Adin Logo
সারাদেশ
রূপালী প্রতিবেদক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরের বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

বাঘারপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির বর্ণাঢ্য আয়োজন। ছবি- রূপালী বাংলাদেশ

দিনভর কর্মসূচিতে উপজেলা সদরে হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগানে মুখরিত ছিলেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিলগুলো সভাস্থলে যোগ দেয়। বাদ্যযন্ত্রের তালে, স্লোগানে উপজেলা পরিষদ এলাকা মুখরিত হয়ে ওঠে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.