The Daily Adin Logo
সারাদেশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যের তালে হাতে প্ল্যাকার্ড, পোস্টার আর ফেস্টুন নিয়ে তরুণ-যুবক থেকে প্রবীণ ও নারী কর্মীরা মিছিলে অংশ নেন। শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে এ আনন্দ র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান রতন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে ট্রাকমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কামরুজ্জামান রতন বলেন, ‘আজ মুন্সীগঞ্জবাসীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই র‌্যালিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই অনুষ্ঠানটিকে সফল করেছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবেন, সবাই তাকে সমর্থন করবেন এবং ভোট দিয়ে বিজয়ী করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার নেতাকর্মীরা কোনোপ্রকার চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এই কথাই আমি টিভি চ্যানেলের টকশোতেও দৃঢ়ভাবে বলতে পারি।’

এ দিন র‌্যালিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের কণ্ঠে শ্লোগান ধ্বনিত হয়। এতে শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

র‌্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সাবেক জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক সরকার, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল হোসেন সজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা ছিল আগামী দিনের রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করার এক গুরুত্বপূর্ণ বার্তা। বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের নেতৃত্বে তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ দলকে নতুন প্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.