The Daily Adin Logo
সারাদেশ
রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

নুরাল দরবারে সহিংসতা: নিরপরাধদের গ্রেপ্তার নয়, আশ্বাস অতিরিক্ত ডিআইজির

নুরাল দরবারে সহিংসতা: নিরপরাধদের গ্রেপ্তার নয়, আশ্বাস অতিরিক্ত ডিআইজির

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি শান্তিপূর্ণ সমাবেশে হাজার হাজার লোক অংশ নিতে পারে। কিন্তু যখন সেই সমাবেশ অশান্ত হয়ে যায়, তখন সবার সম্পৃক্ততা থাকে না। তাই নির্বিচারে সবাইকে আসামি করা বা গ্রেপ্তার করা আইনসংগত নয়।’

তিনি আরও বলেন, ‘যারা প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা ভেঙেছে, যারা অশান্তির কারণ হয়েছে কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তবে অপরাধীরা কেউই ছাড় পাবে না।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

অন্যদিকে, দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট দরবার শরিফ প্রাঙ্গণে প্রবেশ করে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ঘটনাস্থল ঘিরে কৌতূহলী জনতার ভিড় থাকলেও পুলিশের কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

স্থানীয়রা জানান, নুরাল পাগলাকে নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড এবং তার অনুসারীদের আচরণকে কেন্দ্র করে দিন দিন ক্ষোভ জমে উঠছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ওই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখনো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.