The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

অপারেশন থিয়েটারে চিৎকার করায় রোগীকে থাপ্পড় চিকিৎসকের

অপারেশন থিয়েটারে চিৎকার করায় রোগীকে থাপ্পড় চিকিৎসকের

গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক নারী রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের তির বেসরকারি কে. কে. হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেনের দিকে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে একটি এলার্জির ইনজেকশন নেওয়ার পর তার হাতে ইনফেকশন হয়। সম্প্রতি সেই ইনফেকশন গুরুতর আকার ধারণ করলে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের পরামর্শ দেওয়া হয়।

গত মঙ্গলবার দালালের মাধ্যমে তিনি ভর্তি হন স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল কে. কে. হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে অস্ত্রোপচার পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

রোগীর অভিযোগ, অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রয়োগ করা হলেও তা কাজ করেনি। প্রচণ্ড ব্যথা অনুভব করায় তিনি চিৎকার শুরু করলে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন। এতে তার গালে আঘাতের চিহ্ন দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করে ডা. সাখাওয়াত হোসেন জানান, ‘রোগী নড়াচড়া করার সময় বিছানা থেকে পড়ে যাচ্ছিলেন। তাকে ধরে উঠানোর সময় আঘাত লাগতে পারে। ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারিনি।’ তবে এনেস্থেসিয়া কাজ না করার বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.