The Daily Adin Logo
সারাদেশ
রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

তরুণীর টানে ৪৬ বছরের চীনা নাগরিক রাজবাড়ীতে

তরুণীর টানে ৪৬ বছরের চীনা নাগরিক রাজবাড়ীতে

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীনের নাগরিক ঝং কেজুন (৪৬) এসে হাজির হয়েছেন বাংলাদেশে। রাজবাড়ীর পাংশা উপজেলার বিনোদপুর গ্রামের তরুণী মোছা. রুমা খাতুনকে (২১) বিয়ে করে এখন তিনি এলাকায় ‘বিদেশি বর’ হিসেবে চরম কৌতূহলের কেন্দ্রে।

গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে ইসলামি শরিয়ত অনুযায়ী বিবাহের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

জানা গেছে, প্রেমের শুরু এক বছর আগে, চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিটল রেড বুক-এ পরিচয়ের মাধ্যমে। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেই প্রেমই শেষমেশ নিয়ে আসে রাজবাড়ীর প্রত্যন্ত গ্রামে।

বর্তমানে নবদম্পতি অবস্থান করছেন রুমার বাবার বাড়িতে। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম কৌতূহল। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন তাদের এক নজর দেখার জন্য।

রুমা খাতুন গণমাধ্যমকে বলেন, “আমি এসএসসি পাস করার পর পড়ালেখা বন্ধ হয়ে যায়। এক বছর আগে ‘লিটল রেড বুক’ অ্যাপে ঝং কেজুনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় এবং আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।”

তরুণী আরও বলেন, ‘প্রথমে সে বাংলাদেশে এলে পরিবার রাজি না থাকায় ফিরে যায়। পরে সম্মতিতে ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। এখন আমরা সুখে আছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। সবার কাছে দোয়া চাই।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.