The Daily Adin Logo
সারাদেশ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে ক্ষোভে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। তারা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে অবস্থান নেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসের কয়েক শ শ্রমিক মহাসড়কের বরপা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালক।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে এবং মালিকপক্ষকে আলোচনায় বসতে বাধ্য করে। আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে এক মাসের বেতন পরিশোধ এবং আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বাকি তিন মাসের বেতন ও ভাতা পরিশোধের লিখিত আশ্বাস দেয়। 

পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।

কারখানার শ্রমিকরা জানান, প্রায় ৪০০ শ্রমিক ওই প্রতিষ্ঠানে কর্মরত। টানা চার মাস ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই ধারদেনা করে পরিবার চালাচ্ছেন। তাদের অভিযোগ, বহুবার দাবি জানানো হলেও মালিকপক্ষ কোনো সাড়া দেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর একই মালিকানাধীন প্রিমিয়ার স্টিল মিলসের শ্রমিকরাও একই দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। বারবার একই প্রতিষ্ঠানের বিভিন্ন কারখানায় এ ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় স্থানীয়রা মনে করছেন, মালিকপক্ষের অব্যবস্থাপনা ও শ্রমিকদের প্রতি চরম অবহেলার ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

শ্রমিকদের হুঁশিয়ারি, ‘আমরা আর বেতন পাওয়ার জন্য রাস্তায় নামতে চাই না। কিন্তু মালিকপক্ষ যদি প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.