The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বারবার অনুরোধে পূজায় ইলিশ রপ্তানি: উপদেষ্টা ফরিদা

ভারতের বারবার অনুরোধে পূজায় ইলিশ রপ্তানি: উপদেষ্টা ফরিদা

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে এবার মাত্র ১২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশের চাহিদা পূরণ নিশ্চিত করেই রপ্তানি করা হবে।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘এর আগেও বলেছিলাম—দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে কম পরিমাণে এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হয়েছে।’

একইসঙ্গে তিনি অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অভিযান শুধু জেলেদের জন্য নয়। অবৈধ রিং জাল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.