The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জুলাইয়ে রাব্বি হত্যা, সাবেক এমপি শেখরের ভাইয়ের বিচার দাবি

জুলাইয়ে রাব্বি হত্যা, সাবেক এমপি শেখরের ভাইয়ের বিচার দাবি

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই, অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশরাফুজ্জামান হিসামের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জুলাই মাসে শহীদ রাব্বি হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরার নির্যাতিত সাধারণ মানুষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের আশরাফুজ্জামান শামীমসহ নির্যাতিত ও অত্যাচারের শিকার পরিবারের সদস্যরা।

বক্তারা প্রশাসনের নিকট জানান, খুনি ও অস্ত্রধারী হিসাম মাগুরার গডফাদার সাইফুজ্জামান শিখরের পরিবারের ছত্রছায়ায় সাংবাদিক ও সাধারণ মানুষসহ অনেকে গুম, খুন, লুটপাট ও ভুমিদস্যুতার শিকার হয়েছে।

তারা বলেন, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই হওয়ায় হিসাম এই ধরনের অত্যাচার চালিয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি জুলাই মাসে শহীদ রাব্বি হত্যার সকল আসামির গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, হিসাম একজন সন্ত্রাসী এবং অস্ত্রধারী। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও তিন দিনের রিমান্ড বাড়িয়ে এক সপ্তাহের রিমান্ড দেওয়ার দাবিও জানান। তারা অভিযোগ করেন, আগের সরকারের সময় সাধারণ মানুষ হিসামের নিকট অত্যাচারের শিকার হয়েছে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট ভোর ৫টার দিকে আশরাফুজ্জামান হিসাম ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে পাসপোর্ট, ভিসা এবং তালাবদ্ধ একটি ব্যাগ জব্দ করা হয়। হিসামের নামে জুলাই-আগস্ট আন্দোলনের সময় অন্তত ৫টি মামলা রয়েছে।

পরে মাগুরা থানা পুলিশ আশরাফুজ্জামান হিসামের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মাগুরা সদর থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.