The Daily Adin Logo
সারাদেশ
বরগুনা প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইউপি সদস্যের হামলায় সাংবাদিক পরিবারের ৪ সদস্য আহত

ইউপি সদস্যের হামলায় সাংবাদিক পরিবারের ৪ সদস্য আহত

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করেছে ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস মীর ও তার বাহিনী। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সঙ্গে এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে ঐ ইউপি সদস্য চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এ সময় কুদ্দুস মীরসহ তার লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই আহত হন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন। 

আহত চারজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক জামাল মীরের বাবা এবং ভাইয়ে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান আহত অবস্থায় ৪ জন আসেন, ২জনকে ভর্তি করা হয়েছে ও অপর ২জন গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বরগুনা সদর থানার ওসি ইয়াকুব আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.