The Daily Adin Logo
সারাদেশ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়: জয়ন্ত কুন্ডু

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়: জয়ন্ত কুন্ডু

খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, ‘পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা প্রকারান্তরে শেখ হাসিনার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-এর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর দেশে দ্রুত সময়ে নির্বাচন না হলে উন্নয়ন পিছিয়ে যাবে এমন মন্তব্যও করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এখন সৎ শাসনের কথা বলে যারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াসহ খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শ্লোগান দেন, তারা কিন্তু ইতিপূর্বে বিএনপির ঘাড়ে চড়ে এমপি ও মন্ত্রী হয়েছেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি সতর্ক করেন, কেউ শালিস-বিচারের নামে আদালত বসাবে না এবং দখলবাজ বা চাঁদাবাজিতে জড়ালে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সুলতান মাহমুদ, সদস্য মল্লিক আ. সালাম ও এনামুল হক সজল।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ অনেকে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.